মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মহান মে দিবস। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আত্মাহুতি দেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় শ্রমজীবী মানুষের অধিকার। সেই থেকে দিনটি বিশ্বব্যাপী ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এই দিনটি গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একটি নতুন মজুরি কমিশন গঠন এবং বেতন কাঠামো পুনর্বিন্যাস করা জরুরি। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকার, মালিক ও শ্রমিকদের একযোগে কাজ করতে হবে।
মে দিবস উপলক্ষে ফুলবাড়ী উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ব্যানারে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রেলী বের হয়ে উপজেলা চত্বরে প্রদক্ষিন করে। যেখানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নাজির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী উপজেলা যুবদল নেতা আরিফ হোসেন, , আলতাফ হোসেন, তৌহিদুল ইসলাম সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply