1. admin@trinomulbani24.net : তৃণমূল বানী : তৃণমূল বানী
অভিমানের বরফ গলতে পারে পরীর। - তৃণমূল বানী
বুধবার, ০৭ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্যশস্য সংগ্রহ মনিটরিং কমিটির কৃষক প্রতিনিধি হলেন কৃষক দল নেতা সাঈদ। দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে চোরচক্রের ৪ জন মালামল সহ গ্রেফতার। বগুড়ায় সাংবাদিক দয়া’র উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। দুপচাঁচিয়ায় সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন অনলাইনে চাকুরী বিজ্ঞপ্তি দিয়ে প্রতারনার একজন প্রতারক। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুপচাঁচিয়ায় সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত। ফুলবাড়ীতে বিদ্যুৎ শ্রমিকের মে দিবস পালন। কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত। নন্দীগ্রামে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি। ধুনটে পহেলা মে বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মিছিল। বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

অভিমানের বরফ গলতে পারে পরীর।

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

তৃণমূলবাণী ডেস্ক:- বছরের শুরুতে পরীমণি নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন; জানান মা হওয়ার কথাও। তারপর সন্তান রাজ্য আর স্বামী রাজকে নিয়ে ভালোই যাচ্ছিল পরীর সংসার। কিন্তু বছরের শেষ দিনে সংসার ভাঙার ইঙ্গিত দেন পরী।

৩১ আগস্ট প্রথম প্রহরে ঢাকাই ছবির আলোচিত এই নায়িকা ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না।

পরীমণি তার স্ট্যাটাসে বলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

পরীমণি এ স্ট্যাটাস দেওয়ার পর থেকেই সরগরম শোবিজ অঙ্গন।

পরে সকালে পরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। তবে খুব শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আমি রাজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। গতকাল রাতে ওর বাসা থেকে বের হয়ে এসেছি। এখন থেকে আমরা আলাদা। দোয়া করি রাজ ভালো থাকুক।’

এই নায়িকা আরও বলেন, ‘এতদিন সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি। এভাবে একটি জীবন চলতে পারে না। তাই বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত রাজের কোন বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেছেন রাজের বাবা মুসলিম মিয়া।

তার ভাষ্য, ‘আসলে ওদের মধ্যে বিচ্ছেদের এমন কিছুই হয়নি। এই একটু মান-অভিমান। গতকাল রাতে রাজ শুটিং শেষ করে বাসায় ফিরেছে দেরি করে। এই দেরি করে বাসায় ফেরা নিয়ে পরী রাগ করেছে। ওদের মধ্যে সামান্য ঝগড়াও হয়েছে। তাই হয়তো পরী এমন স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। আমরা সবাই একসঙ্গে আছি। আর ওদের বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভবনাও নেই।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, একমাত্র সন্তান রাজ্যের (শাহীম মুহাম্মদ রাজ্য) মুখের দিকে তাকিয়ে হলেও পরীকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন তার ঘনিষ্ঠজনরা। আর বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে যোগাযোগও করছেন তারা। ফলে আশা করা যায়, রাজের ওপর পরীর ক্ষোভ কিছুটা হলেও কমবে। শুধু তাই না, অনেকে বলছেন- ইতিমধ্যেই পরীর রাগ কিছুটা হলেও কমেছে। গলতে শুরু করেছে তার অভিমানের বরফ। এখন দেখার পালা, শেষের গল্পটা।

রাজ-পরীর ঘনিষ্ঠ ও শুভাকাঙ্ক্ষীরা আশাবাদী, পরীর তার সিদ্ধান্ত থেকে সরে আসবেন। আর সকল মান-অভিমান ভুলে সুখের সংসারে মন দিবেন তারা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ